সালমান-মৌসুমী জুটি খুলনায় একই স্কুলে পড়েছিলেন
সালমান-মৌসুমী জুটি খুলনায় একই স্কুলে পড়েছিলেন
‘কেয়ামত থেকে কেয়ামত’র মাধ্যমে বাংলা সিনেমা পায় অবিস্মরণীয় একটি জুটি। সালমান শাহ ও মৌসুমী। মাত্র চারটি সিনেমা করলেও তাদের রসায়ন এখনো দর্শকদের চোখে লেগে আছে। সালমান-মৌসুমী জুটি হওয়া অনেকটা সিনেমারই মতো। তারা নাকি একই স্কুলে পড়েছিলেন, পরে আলাদা হয়ে যান। সিনেমায় এসে ফিরে পান পুরনো বন্ধুকে।
Please Subscribe Our Channel For Next Video ! Thanks!
No comments